কালোজিরা ফুলের মধুতে মধু এবং কালেজিরা দুটিরই উপাদান রয়েছে। যার ফলে আপনাকে কালোজিরা এবং মধু আলাদাভাবে খাওয়ার প্রয়োজন হবেনা এবং এটি আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় ১০০% মূখ্য ভূমিকা রাখবে ।
সাধারন মানুষ জানে না যে মধুর মধ্যে কত ধরনের আর কি পরিমান খাদ্য মূল্য সঞ্জিত হয়ে আছে। বিজ্ঞানীরা বলেন মানব শরীরের পক্ষে অত্যাবশ্যক ৮০ প্রকারের প্রয়োজনীয় মৌল উপাদান মধুর মধ্যে পাওয়া যায়।